একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার ৭৪৯ জনের 

একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার ৭৪৯ জনের 
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে একদিনে বিশ্বে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৪৯ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬ লাখ ৭১ হাজার ৯৩৪ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৪ লাখে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন