হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের রিমান্ডে

হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের রিমান্ডে
ঢাকা: ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।  রোববার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তার আইনজীবী মো. সানাউল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  গত শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন