নকল ট্যাং তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

নকল ট্যাং তৈরির কারখানায় র‌্যাবের অভিযান
 নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ রং এবং ফ্লেভারে তৈরি ভেজাল ট্যাং ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র‌্যাব-৩ এ অভিযান শুরু করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ কালার অ্যান্ড ফ্লেভার ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ভেজাল ট্যাং ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোমল পানীয় তৈরি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুরে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।  এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকায় দুটি অরেঞ্জ পাউডার ড্রিংকস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী