মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আগুন লেগেছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি সংস্থা ‘হিড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের বনে এ আগুন লাগে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে না এলে তা লাউয়াছড়ার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, আমি এ মাত্র বিষয়টি শুনলাম। আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট কাজ করছে।