নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মো. রবিউল ইসলাম (৬০) নামে এক গুড় ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১২ হাজার কেজি ভেজাল গুড়সহ উপকরণ ধ্বংস করা হয়েছে।শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ের সর্দার মার্কেট এলাকায় ভেজাল কারখানায় অভিযান চালান। এসময় ভেজাল গুড়, আটা, ফিটকিরিসহ রবিউল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার তাকে এই জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার ওই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে তা সংরক্ষণে রেখে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল সেখানে অভিযান চালিয়ে রবিউলকে আটক করেন। এসময় তার কারখানা থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি সাদা আটা, ১২ কেজি ফিটকিরি ও ৯০০ কেজি চিনি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক রবিউল ইসলাম অপরাধ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত ভেজাল গুড়, আটা ও ফিটকিরি জনসাধারণের সামনে ধ্বংস করা হয়। একই সঙ্গে ৯০০ কেজি চিনি প্রকাশ্য নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। যা সরকারি কোষাগারে জমা করা হবে। র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।