বরিশাল প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জুম কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এই কর্মসূচীর উদ্ধোধন করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে জুম কনফারেন্সে বিভাগীয় কমিশনার ছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহসহ বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সবাই নিজ নিজ কার্যালয়ে বৃক্ষ রোপণ করেন। জুম কনফারেন্সে আগস্ট মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। কনফারেন্স শেষে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। এ সময় অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।