নিজস্ব প্রতিবেদক তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে আপডেট তদন্ত কমিটি বলবে। এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে সব বন্ধ আছে, আমি ঠিক জানি না তাদের অগ্রগতি কী। ‘এখনো তাদের নির্ধারিত সময় শেষ হয়নি। দুই মাস সময় ছিল, এখনও এক মাসের মতো বাকি আছে। প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। ’জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সংসদ সদস্য শাজাহান খান ও মো. রশিদুল আলম।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।