বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী এলিটা করিম। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’র একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি।‘বুকের ডাকবাক্স’ শিরোনামের গানটির কথা লিখেছেন এস আই শহীদ, সুরও তার। নতুন গানটি প্রসঙ্গে এলিটা বলেন, আমি সাধারণত একটু বেছে কাজ করি। কথা ও সুর পছন্দ না হলে গাইতে ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতা থাকা উচিত। এই গানটির কথা ও সুর ভালো লাগায় গেয়ে ফেললাম। সাধারণত আমি যে ধরনের গান করি এটি অনেকটা সেরকম হলেও একটু ভিন্নতা আছে। যা শ্রোতারা টের পাবেন। এস আই শহীদ বলেন, সিনেমার গানে সব সময় ব্যবসাটা প্রাধান্য পায়। কিন্তু এরপরও কিছু গান থাকে অন্যরকম। যেখানে গল্প বা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। ‘বুকের ডাকবাক্স’ এমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা এটি পছন্দ করবেন।শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘চোখ’র শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।