ঢাকা: দু’দিন বৃষ্টিপাতে প্রবণতা বাড়ার পর আবারও কমেছে। অন্যদিকে, তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৮ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।এ অবস্থায় সোমবার (১৯ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এ সময় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১২ কিমি।মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়বে।রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে, ২৯ মিলিমিটার। যা আগের দু’দিনের চেয়ে কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মোংলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।