পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনা-নগরবাড়ি মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলে সোহেল (২০), হারুন (২৩) ও ভ্যান চালক ইলিয়াস (৪৫)। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টায় মহাসড়কের চিনাখড়া বাজারে।

এলাকা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের চিনাখড়া নামক স্থানে ফিডার রাস্তা হতে মহাসড়ক কোচিংয়ের সময় যাত্রী বাহী একটি ভ্যানকে ঢাকাগামী সি-লাইন কোচ (যার নং ঢাকা মেট্রো-ব১৪-৮৬৫০) ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস (৪৫) মারা যায়। ভ্যানে থাকা চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা(১৬) ও সুজানগর উপজেলার অন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন (২৪) কে গুরুত আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে রাতেই তাদের মৃত্যু হয়। একই এলাকার দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করি। পরে অভিযান চালিয়ে ঘাতক সি-লাইন নামক কোচটি আটক করি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ