চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে মার্কিন নৌ মহড়ায় অংশ নেবে না ফিলিপাইন

চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে মার্কিন নৌ মহড়ায় অংশ নেবে না ফিলিপাইন

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনযানা বলেছেন, তারা দক্ষিণ চীন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নৌ মহড়ায় অংশ নেবে না। এর ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেছেনগত আগস্ট ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনযানাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য এশিয়ান পোস্টপ্রতিবেদনে বলা হয়, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই ঘোষণা দিল ফিলিপাইনএর আগে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে জানিয়েছেন, তারা কেবল নিজের ১২ কিলোমিটার পর্যন্ত পানি সীমার মধ্যে মহড়া চালানোর পক্ষে, কিন্তু এর বাইরে কোনো বিতর্কিত পানিসীমায় কোনো ধরনের মহড়ায় যোগ দেবে নাযুক্তরাষ্ট্র যখন দক্ষিণ চীন সাগর তীরবর্তী দেশগুলোকে সঙ্গে নিয়ে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করলেও ফিলিপাইন তাতে সাড়া দিচ্ছে নাবিভিন্ন সূত্র বলছে, চীনের সঙ্গে পানি সীমা নিয়ে কয়েকটি দেশের যে বিরোধ রয়েছে সেটাকে পুঁজি করে যুদ্ধের দামামা বাজাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। লক্ষ্যে দক্ষিণ চীন সাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়মিত উসকানি দেওয়া হচ্ছেচীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর নিজের মালিকানা দাবি করছে। এই ইস্যুতে দেশটির সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই তাইওয়ানের বিরোধ রয়েছে। এসব দেশ এই সাগরের একাংশের ওপর মালিকানা দাবি করছে

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন