নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় দুই পারের জরুরি প্রয়োজনে ও শ্রমিকদের দুর্ভোগ নিরসনে দুই দফায় সাড়ে ৭ ঘণ্টা চলবে নদী পারাপারের ট্রলার। বুধবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান ঘাটের ইনচার্জ দিদার খন্দকার। একই সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনধিক ১০ জন যাত্রী নিয়ে নৌকাও চলবে। দিদার খন্দকার জানান, যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে সকাল ৬টা থেকে সকাল সাড়ে ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে যাত্রীবাহী ট্রলারগুলো। একই সময়ে চলাচল করবে নৌকাও। তবে প্রতিটি নৌকায় অনধিক ১০ জন যাত্রী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। এ নিয়ম লকডাউন চলাকালীন দিনগুলোর জন্য প্রযোজ্য হবে।