ঢাকা: দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে। এর ঠিকানা হাউজ-৪৯/এ, ব্লক-এ, হাজী দিল মোহাম্মদ অ্যাভিনিউয়ে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বপ্ন’র নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী শিশির চন্দ্র ঘোষ, স্বপ্ন ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদসহ আরও অনেকে। নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্য ছাড়। স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ ও মূল্যায়ন আশা করবো। এ আউটলেটে থাকছে হোম ডেলিভারি সেবা। এ সেবার জন্য যোগাযোগের নম্বর ০১৯৯৯ ০৮১১৬৫।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।