নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।কয়েক দিন আগে আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।অ্যাডভোকেট মো. মহিন আরও জানান, আইসিইউতে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, ফুসফুসে ইনফেকশন আছে কিনা দেখবে। বাংলানিউজকে
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।