আন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের শহরতলিতে একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৪ জন নিহত এবং সন্দেহভাজন হামলাকারীসহ দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর সন্দেহভাজন বন্দুকধারী আহত হয়, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পর লস এঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বের অরেঞ্জ শহরে এ গুলির ঘটনা ঘটে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তিনটি ‘ম্যাস শুটিং’ দেখলো। অরেঞ্জ শহরের অফিস ভবনে বন্দুকধারীর হামলার সম্ভাব্য কারণ কী হতে পারে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি কর্তৃপক্ষ। পুলিশের লেফটেনেন্ট জেনিফার অ্যামাট সাংবাদিকদের জানান, তাদের কর্মকর্তারা স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গেলে ‘সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময় হয়’। ঘটনাস্থল থেকে এক শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীসহ আহত দু’জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলির ঘটনার বিস্তারিত না জানালেও পুলিশ পরে পরিস্থিতি ‘স্থিতিশীল’ আছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে।