ফিল্মফেয়ার ৬৬তম আসরে সেরা হলেন যারা

ফিল্মফেয়ার ৬৬তম আসরে সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক: বলিউড অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার। শনিবার অনুষ্ঠিত হয়েছের এই অ্যাওয়ার্ডের ৬৬তম আসর। করোনা মহামারির কারণে অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানই বাতিল অথবা ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে। তবে শনিবার বলিউডের অনেক নামি তারকার উপস্থিতিতেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার জন্য এটি পেয়েছেন তিনি। অন্যদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। নবাগত সেরা অভিনেত্রীর ট্রফি হাতে তুলেছেন আলিয়া ফার্নিচারওয়ালা। আর ‘থাপ্পড়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাপসী পান্নু।
চলুন দেখে নিই কাদের হাতে উঠল এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড:
সেরা সিনেমা: থাপ্পড়
সেরা পরিচালক: ওম রাউত (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা সিনেমা (সমালোচক): ইব অ্যালে ও
সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম)
সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়)
সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যার)
সেরা পার্শ্ব অভিনেতা: সাইফ আলী খান (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ফারোখ জাফর (গুলাবো সিতাবো)
সেরা চিত্রনাট্য: অনুভব সুশীলা সিনহা ও মৃন্ময়ী লাগু ওয়াইকুল (থাপ্পড়)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা নবাগত পরিচালক: রাজেশ কৃষ্ণা (লুটকেস)
সেরা নবাগত অভিনেত্রী: আলিয়া ফার্নিচারওয়ালা (জওয়ানি জানেমান)
সেরা মিউজিক অ্যালবাম: লুডো (প্রীতম)
সেরা গায়ক: রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, থাপ্পড়)
সেরা গায়িকা: আশীষ কৌর (মালাং, মালাং)
সেরা সম্পাদনা: যশা পুষ্পা রামচন্দানি (থাপ্পড়)
সেরা চিত্রগ্রহণ: অভিক মুখোপাধ্যায় (গুলাবো সিতাবো)
আগামী ১১ এপ্রিল ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘কালার্স টিভি’-তে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চূড়ান্ত অনুষ্ঠান সম্প্রচার হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী