ফেনী প্রতিনিধি : হরতালের সমর্থনে রোববার (২৮ মার্চ) সকালে ফেনীতে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকালে মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে শুরু হয়।এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষ হয় জহিরিয়া মসজিদের সামনে। সেখানে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা গেছে হেফাজত কর্মীদের।মিছিলের নেতৃত্ব দেন হেফাজতের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক জসিম উদ্দিন, আবুল খায়ের মাছুম প্রমুখ।অপরদিকে হেফাজতের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। পুলিশের পাশাপাশি মাঠে টহলে রয়েছে র্যাব সদস্যরাও। ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতোয়ার ইসলাম বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।