নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। কর্মী হত্যার প্রতিবাদে ডাকা হরতাল পালনে রোববার (২৮ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর পল্টনে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।সরজমিন দেখা যায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিপরীত পাশে হেফাজতে ইসলামের শতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে সেখান থেকে তারা মিছিল সহকারে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণের পর পুনরায় বায়তুল মোকাররমের বিপরীত পাশে এসে অবস্থান নেয়।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকতে দেখা গেছে।তবে হেফাজত কর্মীর হাতে পতাকা দেখে বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে পথচারীদের।নাঈম নামের এক পথচারী বলেন, হেফাজতের হাতে বাংলাদেশের পতাকা মানায় না।এদিকে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ করলেও সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।