কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সকালে দুই শিশু, দুই নারীসহ সাত জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর আগে সোমবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।