বিসিবি সভাপতি হতে চান সাকিব

বিসিবি সভাপতি হতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার যদি কখনো সুযোগ আসে, তবে সেটি লুফে নেবেন সাকিব আল হাসান। আর তিনি বিশ্বাস করেন, এই পদটি পেলে সংস্থাটির ইতিহাসে সেরা সভাপতি হবেন।শনিবার অনলাইনে এক লাইভ শো’তে নিজের এমন ইচ্ছের কথা জানান সাকিব। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অবশ্য সাকিবের সম্পর্ক বেশ ভালোই। কেননা এই অনুষ্ঠানে তিনি পাপনের প্রশংসাও করেছেন।সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি