স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার এমনটি ঘোষণা করা হয়।এর আগে জুভেন্টাসে অভিষেকের পরের মৌসুমেই ২০১৯ সালে পুরস্কারটি হাতে তুলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে গত বছর করোনা ভাইরাসের কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি। গত মৌসুমে রোনালদো ৩৩ লিগ ম্যাচে ৩১টি গোল করেছিলেন। যেখানে টানা নবমবার সিরি’আ শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জুভেন্টাস নারী দলের স্ট্রাইকার ক্রিস্টিয়ান গিরেল্লি। আর আতালান্তার গিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বর্ষসেরা কোচ হয়েছেন। যেখানে ক্লাবটি বর্ষসেরা দলের খেতাব জিতেছে।আতালান্তা টানা দ্বিতীয়বার সিরি’আয় তৃতীয় দল হিসেবে শেষ করেছে। এছাড়া দলটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।