পয়লা অক্টোবরের মধ্যে ঝুলন্ত ক্যাবল থাকবে না: মেয়র আতিকুল

পয়লা অক্টোবরের মধ্যে ঝুলন্ত ক্যাবল থাকবে না: মেয়র আতিকুল

পয়লা অক্টোবরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঝুলন্ত ক্যাবল সরিয়ে ফেলার  ঘোষনা দিলেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সকল ঝুলন্ত তার কেটে ফেলবো। কোন জায়গায় কোন ঝুলন্ত পোষ্টার বা অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। শহরকে নোংরা করে বাণিজ্য করতে দেয়া যাবে না।

এছাড়া্ও রাস্তার পাশের সব সাইনবোর্ড, বিলবোর্ড সরিয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন মেয়র। দেয়াল লিখনের মাধ্যমে বা অন্য কোন উপায়ে শহর নোংরা করলে আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র।

আজ কাওলার ইউলুপের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১০টি ইউলুপ নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি