ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুহিন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত ও তৃপ্তি নামে আরু দুই আরোহী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলের দিকে তজুমদ্দিন-কুঞ্জেরহাট সড়কের পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন একই জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতরা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গেছে, কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেল নিয়ে তিন আরোহী তজুমদ্দিনের দিকে যাচ্ছিল। পথে ওই সড়কের পাকার মাথা এলাকায় মোটরসাইকেলটি একটি ট্রলিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী তুহিনের মৃত্যু হয় এবং দু’জন আহত হয়েছে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘাতক ট্রলি চালককে আটক করেছে। জব্দ করা হয়েছে ট্রলিটিও।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।