যুক্তরাষ্ট্রের শিকাগোতে গণলুট, শতাধিক গ্রেফতার

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গণলুট, শতাধিক গ্রেফতার

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গণলুটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার কয়েক ঘণ্টা ধরে এই গণলুট চলে। পরে পুলিশের সঙ্গে লুটেরাদের গোলাগুলি হয়। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন শতাধিক মানুষ।

শিকাগোর পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন লুটেরাদের এমন কর্মকাণ্ডকে ‘খাঁটি অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে শিকাগোর মেয়র লরি লাইটফুট এটিকে বর্ণবাদবিরোধী আন্দোলন অংশ হিসেবে মানতে নারাজ।

এ নিয়ে পুলিশ কর্মকর্তা ব্রাউন সংবাদ সম্মেলনে বলেন, এটা কোনো আন্দোলন ছিলো না। বরং এটা ছিল খাঁটি অপরাধ।

জানা গেছে, শিকাগোর অভিজাত এলাকা মিশিগান অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে লুটেরাদের বেশি সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা গেছে, গণলুট চালানোর সময় লুটেরারা দোকান থেকে দুই হাত ভরে পণ্য নিয়ে যাচ্ছেন। পুলিশের সঙ্গে লুটেরাদের গোলাগুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই গণলুটকে সমর্থন করে পোস্ট দিয়েছেন যা শিকাগো পুলিশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ নিয়ে পুলিশ কর্মকর্তা ব্রাউন বলেন, গোলাগুলির পর অনেক মানুষ জমা হয়।গুজবের কারণে এই সংঘাত সন্ধ্যা পর্যন্ত চলে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে