গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় মাইক্রোবাস চাপায় স্বাধীন মাল্টি (২৩) নামে পথচারী আদিবাসী এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্বাধীন পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার অনন্তপুর গ্রামের রবিন মাল্টির ছেলে।স্থানীয়রা জানায়, বিকেলে ধাপেরহাট আখক্রয় কেন্দ্রের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন স্বাধীন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।