সুপারহিরোদের টপকে সিংহাসনে ফিরছে ‘অ্যাভাটার’

সুপারহিরোদের টপকে সিংহাসনে ফিরছে ‘অ্যাভাটার’
বিনোদন ডেস্ক : ২০০৯ সালে মুক্তির পর এক দশক ধরে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে শীর্ষস্থান দখল করে রেখেছিল ‘অ্যাভাটার’। তবে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২০১৯ সালে একাধিক দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর সিংহাসন দখল করে।এবার জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ আবারও মুক্তি পেল চীনে। শুক্রবার (১২ মার্চ) থেকে বড়পর্দায় প্রদর্শিত হচ্ছে এই মহাকাব্যিক বিজ্ঞান-কল্পকাহিনি। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি আয় করেছিল ২,৭৯৭.৬ মিলিয়ন ডলার বা ২ লাখ ৩৭ হাজার কোটি টাকারও বেশি। যা ছিল সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড।  ২০১৯ সালে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’  দুই দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভাঙে। সিনেমাটি অ্যাভাটারের চেয়ে ৭ মিলিয়ন ডলার বা ৫৯ কোটি টাকা বেশি আয় করে তবেই আয়ের হিসাব বন্ধ করে। সেসঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমাও লাভ করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।  ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সিংহাসন যে চিরস্থায়ী হবে না অনুমেয় ছিল। আসন্ন ‘অ্যাভাটার ২’ হয়ত এই রেকর্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সিকুয়েলের অপেক্ষা আর করতে হচ্ছে না। ‘অ্যাভাটার’ নিজেই ভাঙতে চলেছে সেই রেকর্ড। চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বাজার হলো চীন। এবার চীনে সিনেমাটির পুনর্মুক্তি আবারও ‘অ্যাভাটার’এর আয়ের খাতা খুলে দিল। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে টপকাতে এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি