মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত বেড়ে ১৮

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত বেড়ে ১৮
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী এ দিনে আরও অনেকে আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাজনৈতিক এবং গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।  বিবিসি জানায়, রোববার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন, দক্ষিণাঞ্চলের শহর দাওয়ে এবং উত্তরাঞ্চলের শহর মন্দলয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। তারপরও সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। সেনাবাহিনীর চোখ রাঙানি এবং পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সব শ্রেণি-পেশার মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন