ইতালিয়ান সিরি আ’ লিগের শিরোপা ধরে রাখার অভিযানে আরও একবার হোঁচট খেয়েছে জুভেন্টাস। শনিবার রাতের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেও হেল্লাস ভেরোনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোনো গোল না পেলেও ম্যাচের ৪৯তম মিনিটে চিয়েসার পাসে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা রোনালদো। আসরে এটা তার ১৯তম গোল।ম্যাচের ৭৭তম মিনিটে ভেরোনাকে সমতায় ফেরান আন্তোনিন বারাক। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।এর ফলে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।