ভারত-ভুটানের পর এবার চীনের নজর তাজাকিস্তানের দিকে

ভারত-ভুটানের পর এবার চীনের নজর তাজাকিস্তানের দিকে
চীন এবার ভারত ও ভুটানের পর নজর দিয়েছে পৃথিবীর ছাদ অর্থাৎ পামির মালভূমির দেশ তাজাকিস্তানের দিকে। আর চীনের এ সাম্রাজ্যবাদী আস্ফালনে আতঙ্কে রয়েছে মধ্য এশিয়ার ছোট ও গরিব দেশ তাজাকিস্তান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা গেছে, সম্প্রতি চীনা ইতিহাসবিদ ইয়ো ইয়াও লু দাবি করেন- একটা সময় পুরো পামির এলাকা চীনের ছিল। তাই এবার পামিরের পার্বত্য ভূমি চীনের ফেরত পাওয়া উচিত। তার এমন দাবির পর অতীত খুঁজে দেখতে নেমেছে চীনা সংবাদমাধ্যমগুলোও। সেই সঙ্গে তাজাকিস্তানের থেকে পামির মালভূমি ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় চীন সরকারকে যথাসাধ্য সাহায্য করে চলেছে।
উল্লেখ্য, ২০১০ সালে চীন ও তাজাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চীনকে ১১৫৮ বর্গ কিমি জায়গায় সঁপে দিতে হয়েছিল তাজাকিস্তানকে। চীন সেই চুক্তির পর তাজাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে তাশকুরগায় এয়ারপোর্ট নির্মাণের কাজও শুরু করে দিয়েছে, যা চিন্তায় বিষয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী