জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন প্রত্যাখ্যান আন্দোলনরত শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন প্রত্যাখ্যান আন্দোলনরত শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত পরীক্ষার রুটিন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন রুটিন প্রকাশের আল্টিমেটাম দিয়ে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে এদিন সকালে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়ার চেষ্টা করলে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এরপর শিক্ষার্থীরা শাহবাগ থেকে সরে যান। এদিকে, বেলা দেড়টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি। পরে সেখান থেকে সরে গিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এ সময় আন্দোলনকারীদের এক মুখপাত্র বলেন, আমাদের দাবি না মানা হলে এবং আটকদের ছেড়ে না দিলে আগামী রোববার থেকে কঠোর আন্দোলন করা হবে। এদিকে, স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত নতুন রুটিনে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রুটিনে বলা হয়েছে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী