জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ হলে অবস্থান করার ঘোষণা দিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। এদিকে শিক্ষার্থীরা হল ত্যাগ না করা পর্যন্ত প্রভোস্টরা শিক্ষার্থীদের হল ত্যাগ করানোর চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আমাদের আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকবো। ’আন্দোলনকারী শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের হলে থাকতে কোনো বাধা দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমরা আবারও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবো। ’আন্দোলনকারীদের এমন ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রভোস্ট হলে চলে গেছে। তারা শিক্ষার্থীদের বোঝাবেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা হল না ছাড়বে, ততক্ষণ তারা হলে অবস্থান করবেন। আমরা আশাবাদী, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে হল ত্যাগ করবে। ’বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর বলেন, ‘হল প্রভোস্টরা সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের হল থেকে বের করার চেষ্টা করবেন। যদি শিক্ষার্থীরা হল ত্যাগ না করে, তাহলে আবার জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। ’
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।