মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে মুক্তারপুর সেতুর কাছে ধলেশ্বরী নদী থেকে কর্ণফুলী-৪ নামের লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়।সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নৌ-পুলিশের একটি দল ধলেশ্বরী নদীতে অভিযান চালায়। এসময় ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৪ নামের যাত্রীবাহী লঞ্চে রাখা ড্রামে তিন হাজার ৩০০ কেজি জাটকা পাওয়া যায়। তবে জাটকার মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। যাত্রী থাকায় লঞ্চটি ছেড়ে দেওয়া হয়। সকাল ১০টায় জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।