বরিশাল প্রতিনিধি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়র্ডে ১২ ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ হয়ে এক রোগী ও উপসর্গ নিয়ে চার রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে করোনা পজেটিভ হয়ে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় আগৈলঝাড়া উপজেলার খেজুরতলা এলাকার হাজী মো. ইউনুস (৫০) মারা যান। এর আগে গত ১ আগষ্ট রাত ১১টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ভর্তি হন তিনি। একই দিন দুপুর ১টা ২৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লাভলী আক্তার (৩২)। এর আগে করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠি সদরের ঐ রোগীকে একই দিন সকাল ৯টা ৬ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভর্তির দের ঘন্টার মাথায় মৃত্যুবরণ করেন মাদারীপুরের কালকিনি এলাকার আঃ খালেক (৬৭)। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনা সদর এলাকার মোশারফ হোসেন (৭০) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুম বেগম (৭৫) নামের আর এক বৃদ্ধা। এর আগে করোনা উপসর্গ নিয়ে বরিশাল সদরের চন্ডিপুর এলাকার ঐ রোগীকে ২ আগষ্ট দুপুর ১টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। করোনা পজেটিভ হয়ে মৃত্যুবরণ কারী রোগীকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ কারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯৬ জনের করোনা পজেটিভ এবং বাকীরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।