অবশেষে ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

অবশেষে ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন
২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  ভারতের ২০ জন সেনা সদস্য নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন সেনা সদস্য। ভারত হতাহতদের নাম প্রকাশ করলেও চীন এ বিষয়ে নিশ্চুপ ছিল। অবশেষে চীনও প্রকাশ করল নিহতদের নাম।জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে চার চীনা সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে।চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন মোট ৪ সামরিক বাহিনীর কর্মকর্তার মৃত্যুর খবর স্বীকার করেছে চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। এর আগে মৃত সৈনিকদের নাম প্রকাশ না করায় দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী