মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের পুকুর থেকে ঝর্না খাতুন (২৭) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে একই গ্রামের আসমা খাতুনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ঝর্ণা খাতুনের বাবা আনারুল ইসলাম জানান, ঝর্না বাক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। সকালের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।