নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন নবী হোসেন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে। তিনি বেইলি রোডের ছয়তলা কোয়ার্টারে থাকতেন।নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করে আসছিলেন নবী। বুধবার দিনগত রাতে তিনিসহ দু’জন কর্মী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস নবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।