জয়পুরহাট: ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) দলীয় প্রার্থী রাবেয়া সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী সোহেল তালুকদার পেয়েছেন ৮০০ ভোট।রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মোবারক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।নির্বাচেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১১৯ ভোট। কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৩ হাজার ৫২৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৫১ জন ও নারী ৭ হাজার ৭৫ জন।