নোয়াখালী: নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিপি নিজাম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।তিনি জানান, চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ভিপি নিজাম উদ্দিন ১১ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।প্রসঙ্গত, এই প্রথম চাটখিল পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ মেয়র পদে প্রার্থী ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৬৪ জন প্রার্থী একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন। চাটখিল পৌরসভায় ১০ কেন্দ্রে মোট ভোটার ২৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫১ জন, পুরুষ ভোটার ১২ হাজার ৪৮৫ জন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।