মুলার ওজন যখন সাড়ে ৮ কেজি!

মুলার ওজন যখন সাড়ে ৮ কেজি!
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের আড়ানী ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাফিজুর রহমান বুল্লা। বলা যায় অনেকটা শখের বসেই তিনি বাড়ির পাশের নিজ জমিতে কিছু মুলার চাষ করেন। অন্যগুলো তুলে এরই মধ্যে খেয়ে নিলেও এই আট কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা তিনি আলাদাভাবে পরিচর্যা করতে থাকেন।হাফিজুর রহমান বলেন, ছোট থেকে নিজের জমিতে অন্যান্য সবজির আবাদ করেন। তার সঙ্গে মুলার চাষও হয়। গত বছর থেকে বাড়ির পাশে মুলার আবাদ শেষে জমিতে একটি-দুইটি রেখে বিশেষভাবে যত্ন নিয়ে থাকেন। তবে এবারই প্রথম এত বড় মুলা পাওয়া গেছে। আর এত বিশালাকার মুলাও হতে পারে তা জানা ছিল না তার। রাজশাহীর বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ওই মুলাটির বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না। তবে কেউ জমিতে বিশেষ পরিচর্যা নিলে এবং ওই জমির বেশি উর্বর ক্ষমতা থাকলে এমন বড় আকারের মুলা হতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ