মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের অভয় দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের অভয় দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে, তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব। এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি, আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।’ আজ শনিবার রাজধানীতে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটির সেনাবাহিনী চিঠি দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, ‌দেশটিতে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ১০ দশমিক ৪ লাখ ভুয়া ভোটার তৈরি করা হয় এবং নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন