খিলগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক আহত

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক আহত
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকায় দেলোয়ার হোসেন (২৫) নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাত করে আহত করেছেন দুই মাদকবিক্রেতা।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দেলোয়ার জানান, দুপুরে ঝিলপাড় এলাকায় যান তিনি। এ সময় স্থানীয় মাদকবিক্রেতা রাকিব ও রানার সঙ্গে তার দেখা হয়। আগে থেকে তাদের সঙ্গে তার পরিচয় ছিল। কিছুদিন আগে তাদের পুলিশ আটক করেছিল। সেখানে তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে হঠাৎ তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। কী কারণে তারা তাকে ছুরিকাঘাত করেছেন তা তিনি জানাতে পারেননি।দেলোয়ারের স্ত্রী সোনিয়া আক্তার জানান, দুই সন্তানসহ পরিবার নিয়ে খিলগাঁওয়ের নন্দিপাড়ায় থাকেন তারা। দেলোয়ারের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ভ্যান্দাবাড়ি গ্রামে। পাঁচ থেকে সাত বছর ধরে দেলোয়ার সবুজবাগ থানা ও মাঝে মধ্যে খিলগাঁও থানা পুলিশের সোর্সের কাজ করেন।  চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, দেলোয়ারের বাম হাতের রগ কেটে গেছে। এছাড়া তার ডান হাত, দুই পায়ে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।  খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, গ্যাস লাইটার নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে দেলোয়ার আহত হন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ওসি জানান, দেলোয়ার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন কিনা বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি