সিরিয়ার কুনেইত্রা প্রদেশের ওপর ইসরায়েলে সেনারা বুধবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা প্রতিহত করেছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ১০টা ৪২ মিনিটের সময় অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই সে আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী।ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে।২০১১ সালে সিরিয়ায় উগ্র-সন্ত্রাসবাদী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা শুরু করে। তারপর থেকে ইসরায়েল প্রায়ই সিরিয়ার ওপর এভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে। তাকফিরি সন্ত্রাসীদের পতন মেনে নিতে পারছে না ইসরায়েল ও তার আরব মিত্ররা। সন্ত্রাসীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য ইসরায়েল এসব হামলা চালিয়ে আসছে।