বিয়ের আসর থেকে কারাগারে

বিয়ের আসর থেকে কারাগারে

নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি :  বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক। তবে বরের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে তাঁকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঁচারগাঁও ইউনিয়নের একটি গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১৫ দিনের কারাদণ্ড এবং কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নান্দাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন জানান, বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারের বরের বয়স কমপক্ষে ২১ বছর এবং কনের বয়স ১৮ বছর হতে হবে। এখানে বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক। আইন অমান্য করে বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে বরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।

এরশাদ উদ্দিন আরও জানান, বরের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী

বগুড়ার কনসার্টে যুবক খুন