এবারের ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ উপলক্ষে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি বিটে নতুন ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ করা। যে সকল ভাড়াটিয়ার তথ্য পূর্বে সংগ্রহ করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যারা বাসা বদল করেছেন তাদের তথ্য হালনাগাদ করা।বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিককে ভুয়া নাম ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিচ্ছে কি-না এ ব্যপারে বাড়ির মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। বিট এলাকার অপরাধীদের তালিকা প্রস্তুত করা যেমন- পেশাদার কিলার, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চোর, ছিনতাইকারী, মাদক সংক্রান্ত অপরাধী, নারী উত্যক্তকারী, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও সন্দেহভাজন ব্যক্তি ইত্যাদি। বাড়িওয়ালাদেরকে সন্দেহভাজন লোক, অস্থায়ী কর্মচারি ও সিকিউরিটি গার্ডদের সর্ম্পকে বিট অফিসারকে তথ্য প্রদানে উৎসাহিত করা।
যেভাবে সিআইএমএস মোবাইল অ্যাপসে তথ্য নিবন্ধন করা যাবে:
ডিএমপির নাগরিকরা চাইলে নিজেই মোবাইলে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে নিজের তথ্য হালনাগাদ করতে পারবেন। এজন্য প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে (CIMS DMP) লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর লগইন অপশনে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধনে ক্লিক করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন কোড উল্লেখিত মোবাইল ফোনে পাঠানো হবে। ভেরিফিকেশন কোড এ্যাকটিভ করে পাসওয়ার্ড সেট করে লগইন করলে বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে।এখান থেকে নাগরিকদের সঙ্গে সম্পর্কিত অপশনটিতে ক্লিক করলে একটি ফরম পাওয়া যাবে। ফরমে প্রদত্ত ঘরে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করে সাবমিট করলেই তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। নাগরিকদের পূরণকৃত তথ্য সেন্ট্রাল ডাটাবেজে যুক্ত হওয়ার আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদত্ত তথ্য যাচাই বাছাই করে সঠিক থাকলে অ্যাপ্রুভাল দিলে সিআইএমএস-এর মূল ডাটাবেজে তথ্য যুক্ত হবে। আর যদি কোনো কারণে ফরম পূরণ অসম্পূর্ণ হয় বা তথ্যে ভুল থাকে সেক্ষেত্রে মোবাইলে এসএমএস দিয়ে জানানো হবে।