এইচএসসির ফরম পূরণের অব্যয়িত অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসির ফরম পূরণের অব্যয়িত অর্থ ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ; করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল হওয়ায় এ পরীক্ষার তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ের অব্যয়িত অর্থ ফেরতের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল রোববার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি আদায় করা অর্থ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৫৮ সভায় ফেরত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বোর্ড থেকে পরীক্ষার্থীকে ফেরত: যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিলেন তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্রপ্রতি ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি আরও ১০ টাকা শিক্ষা বোর্ড থেকে ফেরত প্রদান করা হবে। এই অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে, সেখান থেকে শিক্ষার্থীদের হাতে এর অর্থ ফেরত দিতে বলা হয়েছে।
কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থীকে ফেরত: এছাড়া পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটি বিষয়ক পরীক্ষার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেয়া হবে। আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেয়া হবে। পরীক্ষার্থী কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া অর্থ প্রতিষ্ঠান থেকে গ্রহণ গ্রহণ করবে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাপ্য: ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায়কৃত অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা ফি থেকে পরীক্ষার্থীপ্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় নির্বাহ করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কেন্দ্র যা পাবে: এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীপ্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে প্রদান করবে। এই অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরক্ষণ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহ করবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, মাউশির আঞ্চলিক কার্যালয়, ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের অধ্যক্ষের কাছেও পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ