হাতিরঝিলে হয়রানি, নিরাপত্তায় থাকবে সাদা পোশাকের পুলিশ

হাতিরঝিলে হয়রানি, নিরাপত্তায় থাকবে সাদা পোশাকের পুলিশ
ঢাকা: রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের নানাভাবে হয়রানির অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এদিকে, হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় বুধবার (২৭ জানুয়ারি) থেকে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্বপালন করবেন।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে বুধবার থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে।এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে বলেও মনে করেন পুলিশের এ কর্মকর্তা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি