নড়াইলে নতুন করে দুই চিকিৎসকসহ ৪০জনের করোনা শনাক্ত

নড়াইলে নতুন করে দুই চিকিৎসকসহ ৪০জনের করোনা শনাক্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে দুইজন চিকিৎসকসহ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ শেখ সালাউদ্দিন ও ডাঃ কামরুল ইসলামসহ লোহাগড়া উপজেলায় ১১জন ও নড়াইল সদর উপজেলায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও ১৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩জন, সর্বমোট ৮০২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৪৮৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে