গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতলী এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রুবেল হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।রুবেল হোসেন উপজেলার সিনাবহ এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।এলাকাবাসী জানায়, সিনাবহ এলাকায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকায় কর্মস্থলের উদেশ্যে রওয়া দেন রুবেল হোসেন। এসময় বাশতলী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে পুলিশ সদস্য রুবেল হোসেন ছিট পড়ে গুরুত্ব আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিতুলনেসা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।