ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার সকালে পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন-১৫-৯১১৪) সঙ্গে বাসের (খুলনা মেট্রো ব-১১-০১১৯) সংঘর্ষে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা সবাই পুরুষ। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি। গাড়ি দুটিকে আটক করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এই মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে সওজ রোড ডিভাইডার (সড়ক বিভাজক) নির্মাণ করায় মাঝের লেনটি চেপে গেছে এবং একই লেনে উভয় মুখি গাড়ি চলাচল করে থাকে। লেনের ভেতরে গাড়ি ঢুকে পড়লে একটু ডান-বাম করার সুযোগ থাকে না। ফলে দুর্ঘটনা ঘটে। এর আগেও ডিভাইডারের কারণে এমন আরও দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।
তবে সওজ এর মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.গাউছুল হাসান মারুফ জানান, তিনি এই ডিভিশনে যোগদান করার আগে ডিভাইডারগুলো নির্মিত হয়েছে। তবে লেনটিতে উভয় দিকে গাড়ি চলাচলের জন্য প্রয়োজনের চেয়ে বেশি জায়গা রয়েছে।