চিন্তা কী, টমেটো আছে না! 

চিন্তা কী, টমেটো আছে না! 
লাইফস্টাইল ডেস্ক  ; শীতে ত্বক সতেজ এবং সুন্দর রাখতে হলে আদ্রতা রক্ষা করতে হয়। আর এই আদ্রতা ধরে রাখার উপাদান রয়েছে আমাদের ঘরেই। সবার প্রিয় লাল টুকটুক টমেটোর আবরণের মতোই মসৃণ ত্বক চাইলে ভরসা রাখুন টমোটোর ওপরই। টমেটো দিয়ে ঘরোয়া রুপচর্চা করেই বাড়িয়ে নিন ত্বকের উজ্জ্বলতা।   শীতে ত্বকে সহজেই ময়লা ও জীবাণু প্রবেশ করে। আর এর থেকে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। ব্রণ শুকিয়ে হয়ে যায় বিরক্তিকর দাগ। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটি টমেটো চটকে নিন। সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের দাগগুলো সব মিলিয়ে যাবে। টমেটোর রস ব্রণের সংক্রমণ রোধ এবং ত্বক পরিষ্কারে সাহায্য করে। টমেটো এবং এর সঙ্গে শসার রস যোগ করুন। তুলার বল ভিজিয়ে প্রতিদিন মাখুন।   বাড়িতে ফিরে প্রথমেই ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে। মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে ব্যবহার করুন টমেটো ও অ্যালোভেরার ফেসপ্যাক। প্রথমেই অর্ধেকটা টমেটো চটকে নিন এবার এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তুলার বল দিয়ে মুখে-গলায় পুরো ত্বকে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না